নয়নতারা গাছের গুণাগুণ
নয়নতারা
পরিচিতিঃ
নয়নতারা একটি গুল্ম জাতীয় বহু শাখা ও ঘন পাতাবিশিষ্ট উদ্ভিদ। এটি দুই থেকে তিন ফুট পর্যন্ত উঁচু হতে পারে।পাতা অনেকটা ডিম্বাকৃতি। বোঁটাসহ লম্বা 2-3 ইঞ্চি পর্যন্ত হয়। উপরিভাগ গাঢ় সবুজ থাকলেও নিচের ভাগ হালকা বর্ণের। নয়ন তারার শাখা শক্ত ও কাষ্ঠল। সারা বছর ফুল ফোটে এবং ফল ধরে। সাধারণতঃ গোলাপি, হালকা গোলাপি সাদা এই তিন ধরনের নয়নতারা দেখা যায়। নিচের দিকে রং হালকা। ফল দেখলে অবিকল সরিষার শুটির মতো, লম্বালম্বিভাবে দুটি প্রকোষ্ঠে বিভক্ত এবং প্রতি ফলে সরিষার আকারে 16-30 টি পর্যন্ত বীজ থাকে। সমগ্র গাছটির তিতা স্বাদের।
ব্যবহারযোগ্য অংশঃ ভেষজ হিসাবে পাতা ও মূল ব্যবহৃত হয়।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. বিষের ক্ষত বা ঘাঃ শরীরের কোন অঙ্গ কেটে গেলে কিংবা ঘা যদি বিষাক্ত হয়ে যায়, নয়ন তারা গাছের রস প্রয়োগ করলে খুবই উপকার পাওয়া যায়। রোজ একবার কয়েকটি ডাল ও পাতা বেটে তার রস দিয়ে কাঁধে বেঁধে দিতে হবে। সাত দিন ব্যবহারের বিষদোষ নষ্ট হয়ে যাবে এবং ঘা শুকিয়ে যাবে।
2. রক্তের চাপ বাড়লেঃ 5 মিলিলিটার নয়নতারা গাছের মূলের টাটকা রস সকালে খালি পেটে একবার করে খেতে হবে। 3-4 দিন খেলে উপকার পাওয়া যাবে। তবে 4-5 দিন পরে অবশ্যই রক্তের চাপ পরীক্ষা করে নিতে হবে।
3. বহুমূত্র রোগেঃ প্রতিদিন সাদা নয়নতারা গাছের দুটি পাতা খালি পেটে চিবিয়ে খেলে এই রোগ মোটেই বাড়তে পারে না। যাদের দাঁত নেই তারা পাতাকে সামান্য জল দিয়ে বেটে এক চামচ পরিমাণ রস খাবেন।নয়নতারা পাতা নিয়মিত খেলে রোগ নিয়ন্ত্রণ থাকবে।