Calotropis Gigantea medicinal uses - আকন্দ গাছের উপকারিতা
You are being informed about the medicinal plants, ayurvedic plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine, akanda plant, calotropis plant, calotropis gigantea medicinal uses,
আকন্দ-
পরিচিতিঃ আকন্দ ও মাঝারি ধরনের ঝোঁক জাতীয় উদ্ভিদ। 5 থেকে 7 ফুট পর্যন্ত উঁচু হয়। ধূসর বর্ণের এবং কান্ড শক্ত ও কচি ডাল লোম যুক্ত। 8 ইঞ্চি লম্বা উপরিভাগ মসৃণ ও নিচের দিকে তুলোর ন্যায় লোমাচ্ছাদিত সাদা সবুজাভ।ক্ষুদ্র বৃন্ত এবং বৃন্ত দেশ হৃদপিন্ডাকৃতি।গাছের পাতা ও শাখা ভাঙলে দুধের মত সাদা আঠা বের হয়। বিশিষ্ট অনেকগুলো সাদা বেগুনি বর্ণের ফুল হয়। ফল ডিম্বাকৃতির ও টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়। বীজ ছোট ডিম্বাকৃতি ও পশমযুক্ত। ফল পাকলে ফেটে যায় এবং তুলা ও বীজ বাতাসে উড়ে স্থানান্তরিত হয়। বছরে প্রায় সবসময় ফুল দেখা যায় তবে প্রকৃত সময় ফেব্রুয়ারি ও মার্চ মাসএবং মে ও জুন মাসে ফল হয়।
ব্যবহারযোগ্য অংশ- ফুল ,পাতা, শিকর ও আঠা।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
1 অম্বল/এসিডিটি দেখা দিলে- ০.৬৫ গ্রাম পরিমাণ আকন্দপোড়াছাই জলসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়।
2 পেট কামড়ানো বা পেট জ্বালা- আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের ওপর রাখলে বা সেঁক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়।
3 শোথ ও ফোলা রোগে- আকন্দ বিশেষ উপকারী।শোথজনিত/ ফোলাজনিত কারণে কোন স্থান ফুলে উঠলে ঐ খোলা স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে দ্রুত উপকার হয়।
4 প্লীহা বড় হলে- ০.৬৫গ্রাম পরিমাণ আকন্দ পোড়া ছাই দই সহ খেতে দ্রুত প্লীহা সংকুচিত হয় বা রোগ ভাল হয়।
5 শ্বাস কষ্টে-আকন্দের শিকড়ের ছাল পথমে গুঁড়া করে তারপর আকন্দের আাঠায়পূর্ব
ভিজিয়ে রেখে পড়ে শুকিয়ে নিলে নিতে হবে। এরপর তা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়।
6 নিউমোনিয়াজনিত বেদনায় - আকন্দ পাতার সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবনের পুটুলি দিয়ে সেঁক দিলে বিশেষ উপকার পাওয়া যায় ।
7 কান কট কট করলে- পুরোনো ঘি আকন্দ পাতায় মেখে মৃদু আগুনে ঘি মাখানো পাতা সেঁকতে হবে।
8 হজম শক্তি বাড়ানোর জন্য -2 গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মুল গুঁড়ো করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়।
The above article is about the medicinal plants, ayurvedic plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine, akanda plant, calotropis plant, calotropis gigantea medicinal uses,