Ashwagandha benefits for weight loss - অশ্বগন্ধা গাছের ঔষধি গুনাগুন
You are being informed about ashwagandha powder benefits, ashwagandha benefits, ashwagandha benefits for men, ashwagandha benefits for weight loss, ashwagandha plant, medicinal plants, ayurvedic plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine.
অশ্বগন্ধাঃ-
পরিচিতিঃ অশ্বগন্ধা ঝোপ জাতীয় গাছ এবং এর মূল ব্যবহৃত হয়। এর মূল আঙুলের ন্যায় ভিতরে সাদা দেখা যায়। পাতা 2-4 ইঞ্চি লম্বা, অগ্রভাগ সরু ও ডাটার গা শুষ্ক সাদা লোম যুক্ত।এই গাছ উচ্চতায় ও গঠনে অনেকটা বেগুন গাছের মতো। সাধারণত 5 ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়।গাছের যে অংশে পাতা বের হয় সেখান থেকে সবুজ বহিরাবরণে ঢাকা মটর এর মত ফল হয়।ফুল সবুজের আভাযুক্ত।ফল গোলাকার সবুজ,পাকলে লাল বর্ণ ধারণ করে।বীজ মসৃণ ও চ্যাপ্টা। শিকর নরম ও ঘোড়ার গন্ধের মত বলে একে অর্শ গন্ধা বলা হয়। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার অশ্বগন্ধা চীনের জিনসেং অপেক্ষা অধিক কার্যকর প্রমাণিত হয়েছে। অর্শ গন্ধার শিকর ও বীজ ব্যবহৃত হয়। অক্টোবর- মে মাসে ফুল আসে এবং জুন- আগস্ট মাসে ফল পাকে।
ব্যবহার্য অংশ- অর্শ গন্ধা মূল/ ব্যবহার হয়।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
1শোথ রোগ হলে চারগ্রাম পরিমিত অশ্বগন্ধার মূল চূর্ণ ঘি ও মধুসহ খেলে উপকার পাওয়া যায়।
2 রোগে 3 গ্রাম পরিমিত অশ্বগন্ধা চূর্ণ গরম জলের সঙ্গে খেলে কফ রোগ ভাল হয়।
3 শ্বাস রোগে অশ্বগন্ধা মূলের ছাই, মধুসহ খেলে যথেষ্ট উপকার পাওয়া যায়।
4 যক্ষা রোগে অশ্বগন্ধার মূল চূর্ণ নিয়মিত চেটে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।
5 রিকেট রোগ শিশু ক্রমশ রোগা হতে থাকলে দেড় গ্রাম পরিমিত অশ্বগন্ধার মূল চূর্ণ, কিছু গরম জল, দুধ অথবা ঘি মিশিয়ে এক মাস নিয়মিত খেলে শিশু স্বাস্থ্য ভালো ও হৃষ্টপুষ্ট হয়ে থাকে।
6 প্রমেহ রোগ প্রতিদিন সকালে ঠাণ্ডা জল সহ খেলে প্রমেহ রোগ আরোগ্য হয়।
7 স্বপ্নদোষ জনিত শুক্রক্ষয়ে হয় তিন গ্রাম পরিমিত অর্শগন্ধার কাঁচা দুধ সহ ঘুমানোর আগে এক মাস নিয়মিত খেলে স্বপ্নদোষ বন্ধ হয় এবং শুক্র বৃদ্ধি হয়।
8 অনিদ্রায় অশ্বগন্ধা চূর্ণ আড়াই গ্রাম পরিমাণ চিনি ও দুধ খেলে ঘুম ভালো হয় এবং অনিদ্রা রোগ দূর হয়।
The above article is about ashwagandha powder benefits, ashwagandha benefits, ashwagandha benefits for men, ashwagandha benefits for weight loss, ashwagandha plant, medicinal plants, ayurvedic plants, herbal plants and their uses, medicinal plants in india, ayurveda, ayurvedic medicine.