বাসক গাছের ঔষধি গুণাগুণ
বাসক
পরিচিতিঃ বাসক চিরসবুজ, বহু বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। বাসক গাছ পাঁচ থেকে সাত ফুট উঁচু হয়। কাণ্ড সরল এবং শাখা গোলাকার। পাতা লম্বা, পাতলা ও নরম হয়। কাণ্ড গাঁটযুক্ত। ফুল সাদা, তবে লাল ছিটযুক্ত দাগ থাকে। মে-জুন মাসে ফুল ও জুলাই ও আগস্ট মাসে ফল সংগ্রহ করতে হয়।
ব্যবহারযোগ্য অংশঃ পাতা,ফুল, ছাল ও মূল।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. পাতা সিদ্ধ জল পান করলে বাচক বাসন্ত সংক্রমণের হাত থেকে রেহাই পায়।
2. কাশির জন্য বাসক অত্যন্ত ফলপ্রদ।
3. হাঁপানি দূর হয়।
4. পুরাতন কাশরোগ বা শ্বাসকষ্টে এক আনা পরিমান বাসক ছাল চূর্ণ মধুসহ বারবার খেলে সুফল পাওয়া যাবে।
5.জ্বর ও সঙ্গে কাশিতে একবার বাসক পাতা ও ফুলের রস মধু মিশিয়ে খেলে কাশি ভালো হয়।
6. জ্বর হলে বাসক পাতা ও ছাল পিসে জলে সিদ্ধ করে ক্বাথ প্রস্তুতি করে দিনে তিনবার খেলে জ্বর ভালো হয়।
7. কুষ্ঠ রোগ বাসকের ক্বাথ খেলে ও পাতার রসে প্রলেপ দিলে উপকার পাওয়া যাবে।
8. যক্ষা রোগে বাসক পাতার ক্বাথ নিয়মিত খেলে সুফল পাওয়া যায়।
9. খোস পাঁচড়া বা চুলকানিতে কচি বাসক পাতা পিষে তার প্রলেপ দিলে খোস পাঁচড়া, চুলকানি ভালো হয়।
10. প্রমেহ রোগে দু-আনা মত বাসক গুঁড়া মাখনসহ রোজ খেলে প্রমেহ ভাল হয়।
11.অম্লপিত্ত হলে বাসক পাতা ও ফুলের রস মিছরি সহ খেলে উপকার পাওয়া যাবে।