সজনে পাতার রসের ঔষধি গুনাগুণ
সজনের উপকারিতাঃ
1. সজনে পাতার রস খেলে শ্বাসের কষ্টসারে ও হেঁচকি ওঠা বন্ধ হয়।
2. সজনে পাতার রসের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ দিন ধরে খেলে পেটের ভেতরের বায়ু গোলক সেরে যায়।
3. সজনে পাতার ক্কাথ তৈরি করে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খাওয়ালে পেটের গ্যাস বেরিয়ে যায়।
4. বায়ু প্রকোপের জন্যে যদি কোনো ব্যথা হয় তাহলে সজনে পাতার ক্বাথের সঙ্গে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যাবে।
5.সজনের ক্বথের সঙ্গে মধু মিশিয়ে দুবার খাওয়ালে পেটে সূক্ষ্ম কৃমি বেরিয়ে যায়।
6.সজনে পাতার রস গোলমরিচের সঙ্গে নিয়ে কপালে লাগালে মাথার যন্ত্রণা দূর হয়।
7. সজনে পাতার রস মাথায় ঘষলে খুশকি দূর হয়।