গুলঞ্চ গাছের ঔষধি গুণাগুণ
গুলঞ্চ
পরিচিতিঃ
গুলঞ্চ একটি লতানো গাছ যার সূতার মতো শিকড় গুলো মাটির দিকে ঝুলে থাকে।ছাল ধূসর বর্ণ কাঠ শ্বেতবর্ণ এবং নরম ও ছিদ্রযুক্ত। পাতা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হৃদপিন্ডাকৃতি পাতলা ও অগ্রভাগ সরু পানের মতো। ফুল গুচ্ছবদ্ধ নরম ডালে নিচের দিকে থাকে।বীজ মটরের মত, লাল বর্ণের বক্রাকৃতি গোলাকার।ফল পীতবর্ণের। আগস্ট মাসে ফুল হয় এবং সেপ্টেম্বর মাসে ফল ধরে।
ব্যবহারযোগ্য অংশঃ
পুরনো গাছ বা লতা।
কোন কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়
1. সকল প্রকার চর্মরোগ কাঁচা কাণ্ড থেঁতো করে এক কাপ জলেতে ভিজিয়ে রেখে পরবর্তী কচলিয়ে ছেঁকে নিয়ে প্রতিদিন 2-3 বার জল টুকু খেলে উপকার পাওয়া যাবে।
2. পুরাতন পাতা বা কান্ড থেঁতো করে এক কাপ গরম জলে ভিজিয়ে রেখে পরবর্তীতে কচলিয়ে ছেঁকে নিয়ে প্রতিদিন দু-তিন বার জল টুকু খেলে জ্বর সেরে যায়।
3. কৃমি বিনাশে কান্ডের রস 2-3 চা-চামচ প্রতিদিন দু তিনবার চিনিসহ 5-7 দিন খেতে হবে।
4.গুলঞ্চ গুঁড়া 1 চা চামচ পরিমাণ আখের গুড় সহ খালি পেটে খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায়।