What are the benefits of Holy Basil in bengali | তুলসী গাছের ঔষধি গুনাগুন
The article is about holy basil dosage, how to use holy basil, holy basil cortisone, holy basil side effects, holy basil vs basin, holy basil side effects dangers, holy basil reviews, holy basil for Antietam, তুলসী গাছের বৈশিষ্ট্য, তুলসী গাছের উপকারীতা, তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম, তুলসী গাছের ছবি, তুলসী গাছের যত্ন, তুলসী গাছের গুনাগুন, তুলসী গাছের ব্যবহার, তুলসী পাতা খাওয়ার নিয়ম,
পরিচিতিঃ
তুলসী একটি চিরহরিৎ জাতীয় উদ্ভিদ। ঢাকা পতাকাসহ এই গাছ 2-3 ফুট পর্যন্ত উঁচু হয়। পাতার কিনারা অনিয়মিত খাঁজকাটা ও ঢেউ খেলানো। শাখা-প্রশাখার অগ্রভাগ হতে পাঁচটি পুষ্প দন্ড বের হয়। পুষ্প দন্ডের চারিদিকে ছাতার আকৃতি অনুসারে 10 কুড়িটি স্তরে ফুল থাকে। পুরাতন গাছের কান্ড কাঠের মতো শক্ত হয়। আমাদের দেশে রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বাবুই তুলসী নামে বিভিন্ন প্রকার তুলসী দেখা যায়।
ব্যবহারযোগ্য অংশ-
বীজ, শিকর,পাতা ও রস।
কোন কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. এক চামচ তুলসী পাতার রস সকালে খেলে ম্যালেরিয়া আক্রমন বিশেষ কোন ক্ষতি করতে পারে না।
2. হাম বা বসন্তের গুটি দ্রুত বের না হল তুলসী পাতার ও আদার রস একটু ঝিনুকে একসঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়ালে বসন্তের গুটি দ্রুত বের হয়ে পড়ে।
3. শিশুদের সর্দি কাশি হলে 1-2 চামচ তুলসীপাতার রস 10 ফোঁটা মধু মিশিয়ে খাওয়ালে বিশেষ উপকার পাওয়া যায়।
4. কান কট কট করলে তুলসীপাতার রস ড্রপারের সাহায্যে কানে ফোটা ফোটা দিলে যন্ত্রনা ভালো হয়।
5. নাকের সমস্যায় আদা, তুলসী পাতা ও বাসক পাতা সমপরিমাণ নিয়ে বেঁটে একটি ন্যাকড়ায় জড়িয়ে বারবার ঘ্রাণ নিলে নাকের সমস্যা ভাল হয়।
6. দাদ হলে প্রথম দাদ ভালোভাবে চুলকিয়ে তুলসীপাতার রস বা লেবুর রস একত্রে মিশিয়ে দাদ স্থানে মাখলে উপকার পাওয়া যায়।
7. গনোরিয়া মেহ রোগে তুলসী বীজ জলে আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এই জল দু'চামচ পরিমাণ মিছরিসহ প্রতিদিন সকালে খেলে মেহ জনিত জ্বালা যন্ত্রণা দূর হয়।
8. অন্ডকোষ টনটন করলে অথবা রক্ত প্রস্রাব হলে চার চামচ তুলসীর পাতার রস মিছরিসহ খেলে যন্ত্রণা দূর হয়ে যায়।