What are the benefits of Spearmint in Bengali | পুদিনা পাতার ঔষধি গুনাগুন
The article is about spearmint tea benefits hair, where to buy spearmint tea, spearmint tea pcos, spearmint tea side effects, spearmint tea benefits for skin, spearmint tea acne, how to make spearmint tea, spearmint uses, পুদিনা পাতার রেসিপি, পুদিনা পাতার ব্যবহার, রান্নায় পুদিনা পাতার ব্যবহার, পুদিনা পাতার উপকারিতা কি, পুদিনা পাতার চাষ, পুদিনা পাতার শরবত রেসিপি, পুদিনা পাতার তেল, পুদিনা পাতা খেলে কি হয়,
পুদিনা বর্ষজীবী অতিশয় উগ্রগন্ধ বিশিষ্ট বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর অনেকগুলো প্রজাতি আছে। পুদিনা পাতা উজ্জল সবুজ বর্ণের, কিনারা করাতের মত কাঁটা এবং কোমল ও অগ্রভাগ সরু।ফুল ছোট সাদা ও গুচ্ছাকার হয়। তবে পুদিনা পাতার ফুল কম হয়।পুদিনার গাছ, পাতা ও তেল ব্যবহার হয়। আমাদের দেশে পুদিনা সাধারণত তিন প্রকার 1.পাহাড়ি পুদিনা 2. জংলী পুদিনা 3. জলজ পুদিনা।
ব্যবহারযোগ্য অংশ-
পাতা /সমস্ত গাছ।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়ঃ
1. হজমে সমস্যা হলে দুই থেকে তিন চামচ পুদিনা পাতার রস খাবারের পর দিনে দুইবার বিট লবণ সহ খেতে হবে।
2. সর্দি হলে সামান্য পরিমাণ পুদিনা বেটে 1 বাটি জলে গুলে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।
3. অরুচি হলে পুদিনা বেটে লবণ মিশিয়ে খাবারের সঙ্গে খেলে অরুচি দূর হয়।পুদিনার চাটনি ও বিশেষ মুখরোচক।
4. বমি বমি ভাব হলে পুদিনা বেটে সামান্য লবণ মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।
4. বমি বমি ভাব হলে পুদিনা বেটে সামান্য লবণ মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।