Sphagneticola Trilobata medicinal uses | ভৃঙ্গরাজের উপকারিতা
The article is about wedelia trilobata, wedelia trilobata toxicity, wedelia trilobata description, wedelia trilobata common name, wedelia trilobata plant, wedelia chinensis, sphagneticola trilobata (l.) pruski, wedelia trilobata wikipedia, ভৃঙ্গরাজ গাছের ছবি, ভৃঙ্গরাজ তেল, মহাভৃঙ্গরাজ,
ভৃঙ্গরাজ সূক্ষ্ম লোম যুক্ত ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। কান্ড 6 থেকে 9 ইঞ্চি লম্বা হয়। কান্ডের নিচের গাঁটের শিকড় হয় এবং পাতা 1 থেকে 2 ইঞ্চি লম্বাকৃতি যার অগ্রভাগ সরু এবং কিনারা করাতের দাঁতের ন্যায় দুই দিকে সাদা বর্ণের লোমযুক্ত।গাছের অগ্রভাগে এক-একটি পীতবর্ণের ফুল হয়। ফুলের পাপড়ি কর্তিত ও লোম যুক্ত।বর্ষাকালে ফুল ও শরৎকালে ফল হয়।আমাদের দেশে 4 প্রজাতির ভৃঙ্গরাজ দেখা যায়। একটির হলুদ অপরটির ফুল নীল, অন্যটির সাদা এবং একটি ডাঁটা একটু কালচে।
ব্যবহারযোগ্য অংশ-
সম্পূর্ণ গাছ।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. ভৃঙ্গরাজ পাতার রস দ্বারা কুলি করতে দাঁতের ব্যথা ও মুখের রোগ দূর হয় এবং চোখে দিলে চোখ উঠা নিবারণ হয়।
2. পাতা বাটা প্রলেপ দিলে সকল প্রকার দাদ ও চর্ম রোগে উপকার পাওয়া যায়।
3. কালো ভৃঙ্গরাজ রস পান করলে এবং মাথায় ব্যবহার করলে চুল কালো হয় এবং পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।
4. পাতার রস 15 গ্রাম পরিমাণ লবণ সহ খেলে তৎক্ষণাৎ শুলের ব্যথা ও পেটের ব্যথা দূর হয় এবং পরিপাক শক্তি বৃদ্ধি পায়।
5. সূর্যোদয়ের পরে অনেকের মাথা ব্যথা হয় (শিরোরোগ) সে ক্ষেত্রএর পাতা বেটে দিলে বা পাতার রস মাথায় মাখলে আরাম হয়।
6. মাথার চুল ওঠায় এই পাতার রস দুপুরে মাথায় লাগালে অথবা রস দিয়ে তেল প্যাক করে ব্যবহার করলেও চুল পড়া বন্ধ হয়।
7. মহিলাদের শ্বেতপ্রদরের কারণে মাথার চুল উঠে গেলে ভৃঙ্গরাজ এর পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে দিনে দুইবার মাথা ধুলে তিন থেকে চার দিনের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়।
8. চোখ উঠে পুঁজ জমলে কুড়ি-পঁচিশ ফোটা ভৃঙ্গরাজের রস জলে মিশিয় এই জল দিয়ে চোখ ধুলে এটি সেরে যাবে।
9. পাইওরিয়া হলে ভৃঙ্গরাজের এর পাতা গুঁড়ো করে মাজনের মত 2/4 মিনিট ব্যবহার করলে সেরে যায়।এছাড়াও এতে মাড়ি শক্ত হয় এবং মাড়িতে ঘা থাকলে পাতার ক্বাথ দিয়ে কয়েকদিন মুখ কুলকুচি করলে সেরে যায়।
10. কৃমির উপদ্রব হলে এই পাতার রস পূর্ণবয়স্কদের জন্য 1 চামচ ভৃঙ্গরাজ পাতার রস নিয়ে 1/4 কাপ জলেতে মিশিয়ে খেলে কৃমির উপদ্রব কমে যায়।
11. পুরাতন আমাশয় 25-30 ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস প্রতিদিন ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
12. রক্তের শ্বেত কণিকা বেড়ে গেলে 25-30 ফোটা ভৃঙ্গরাজ পাতার রস দুধের সাথে মিশিয়ে খেলে রক্তে শ্বেতকনিকার পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।