How to glow skin in one day-উজ্জ্বল ত্বকের জন্য কয়েকটি রূপচর্চা টিপস
The article is about beauty tips for face at home, natural beauty tips for glowing skin, homemade beauty tips for face, tips for glowing skin homemade, natural face beauty tips, natural beauty tips for face whitening, how to get beautiful skin in a week, glowing skin secrets, নতুন বিউটি টিপস, কালো ত্বক ফর্সা করার উপায়, কি খেলে ফর্সা হওয়া যায়, মুখের যত্নে মধু, রুপ চর্চার টিপস, মুখ ফর্সা হওয়ার উপায়, দ্রুত ফর্সা হওয়ার উপায়, মেয়েদের ত্বকের যত্ন,
1. আধ কাপ চিনিতে খানিকটা সূর্যমুখী বা অলিভ অয়েল মিশিয়ে ঐ মিশ্রণ সারা গায়ে মেখে কিছুক্ষণ শুকোতে হবে। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলে হালকা গরম জলে স্নান করলে ত্বক নরম ও মোলায়েম হবে।
2. হালকা গরম জলে এক চামচ হরিতকী গুঁড়ো করে অথবা ত্রিফলা গুঁড়ো দিয়ে পরপর 7 দিন খাওয়ান প্রতিমাসে একবার।
3. হালকা গরম জলে আধ চামচ নিম পাতা বাটা গুলে খান এতে পেট ও ত্বক পরিষ্কার থাকবে।
4. হাতের কনুইয়ে অনেকের কালোদাগ থাকে সেই জায়গায় পাতিলেবুর রস লাগিয়ে 5 মিনিট রেখে তারপর বেসন ও কাঁচা হলুদ বাটা ও দুধের সর মিশিয়ে লাগালে কনুয়ের দাগ চলে যাবে।
5. অনেকেরই দেখা যায় ত্বক শুষ্ক অথবা ত্বক ফেটে যায় - এক্ষেত্রে স্নান করার আগে বেসন এবং টক দই একসঙ্গে মিশিয়ে সারা গায়ে ভালো করে মেখে কিছুক্ষণ বাদে স্নান করলে কিছুদিনের মধ্যে ত্বকের জৌলুস ফিরে আসে।
6. শরীরের চামড়া টান টান রাখতে ও লাবণ্য বৃদ্ধি করতে দুই চামচ চালতা পাতার রস আর চামচ নিশিন্দা ও চারটি গোলমরিচ গুঁড়ো জল দিয়ে কিছু দিন খেয়ে দেখো।
7. এক কোয়া রসুন বেটে, এক চামচ কাঁচা আমলকির রসের সাথে মিশিয়ে প্রতিদিন একবার করে খেলে ত্বকের লাবণ্য সারা জীবন বজায় থাকে।