Acne-Pimples home remedies-ব্রণ সমস্যা সমাধানের টিপস
The article is about home remedies for pimples marks, how to remove pimples in one day, ব্রণের সমাধান, ব্রণ সারানোর সহজ উপায়, ব্রণ প্রতিকার,
ব্রণ-
ব্রণ সমস্যায় উঠিত বয়সের ছেলেমেয়েরা প্রায়ই ভোগে। এর হাত থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন ভাল করে সাবান দিয়ে মুখ পরিষ্কার করা এবং কোষ্ঠ সাফ রাখা বিশেষ প্রয়োজন এছাড়া হট ভেপার বা গরম জলের ভাপ নেওয়াটাও জরুরী।
ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে -
2. 1 চামচ ধনে পাতার রসের সাথে এক চিমটে হলুদ মিশিয়ে সারা মুখে মাখলে ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যায়।
3. শশার ও লেবুর রস দিনে তিন-চারবার ব্রণের ওপর বা দাগের উপর লাগালে ভালোভবে।
4.মুলতানি মাটি কে বরফ জলে ভিজিয়ে বা ঠান্ডা জলে একঘন্টা রেখে ভালোভাবে ফেটিয়ে মুখে লাগালে ফল পাবে।
5. আধ চামচ করে আমলকি, হরিতকী ও বেরেলা একসাথে মিশিয়ে উষ্ণ জল দিয়ে খান উপকার হবে।
6.নিশিন্দা ও বেলপাতার রসের সাথে কর্পূর দিয়ে লাগানো উচিত।
7. ব্রণ শুকিয়ে গর্তের মতো হলে অশন্থ ছাল বেটে পেস্ট করে গর্ততে দিনে দুবার লাগান।
8. মুখে বড় বড় ব্রণ হলে এক চামচ পরিমান ঘি দিয়ে ভেজে খাওয়া।কাঁচা দুধ দিয়ে শিমুল কাঁটা বেটে দিনে দুবার করে ব্রণের ওপর লাগালে বিশেষ উপকার পাওয়া যায়।