How to remove dark spots on face-মুখের কালো ছোপ দূর করার উপায়
The article is about how to remove dark spots caused by pimples, dark spots on face from acne, how to remove spots from face in 2 days naturally, মুখের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়, ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করার উপায়, ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায়,
কালো ছোপ -
লিভারের গন্ডগোল থেকে এটা বেশি হয়। তবে প্রখর রোদ বা পিরিয়ডের গোলমালও এর অন্যতম কারণ হতে পারে। টক বা এসিড জাতীয় খাবার বেশি খাওয়া সরাসরি চড়া রৌদ্র না লাগানো উচিত।
1. মুখে কালো ছোপ থাকলে সোমরাজ, কলমী শাকের রস, গাম্ভীর ছাল আধ চামচ করে নিয়ে জলে ফুটিয়ে মুখে মাখা ও শুকিয়ে গেলে পরিষ্কার জলে মুখ ধোয়া।
2. মুখে ছোপ ছোপ দাগ হলে অশোক আধ চামচ, মটর ডাল ও বেসনের পেস্ট করে মুখে লাগিয়ে ধুয়ে নিন।
3. মুখে কালো দাগ হলে আকন্দের আঠার সাথে কাঁচা হলুদ বাটা পেস্ট করে মুখে লাগান।