What are the top benefits of Thankuni Pata
থানকুনি পাতার ভেষজ মূল্য
The article is describing about the health benefits of thankuni pata in Bengali language, centella asiatica medicinal uses, centella asiatica benefits, centella asiatica uses, centella asiatica side effects, centella asiatica plant, centella asiatica seeds,
থানকুনি-
Centella Asiatica Medicinal Uses:
পরিচিতিঃ থানকুনি এক ধরনের বর্ষজীবী লতা। অঞ্চল ভেদেএটি টেয়া,তিুতরা থানকুনি ইত্যাদি নামে পরিচিত। মাটির উপর বেয়ে বেড়াই এবং লম্বা বৃন্তের উপর গোলাকার খাঁজকাটা কিনারা যুক্ত পাতার উপর দিকে মুখ করে থাকে। ফুল খুব ছোট ও ঈষৎ লাল আভাযুক্ত।
ব্যবহারযোগ্য অংশ- পাতা /পুরো গাছ।
Centella Asiatica Benefits:
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. রক্তদোষে থানকুনি পাতা জলসহ সিদ্ধ করে ক্বাথ বের করতে হবে। পরপর ক্বাথ এর মধু অথবা জিনিস খেলে প্রভূত উপকার পাওয়া যায় ও রক্তদোষ ভালো হয়।
2. আমাশয় হলে প্রতিদিন 2 টি করে পরিমান রস খেলে দুই সপ্তাহের মধ্যে আমাশয় ভাল হয়।
3. জ্বর হলে থানকুনি পাতার রস 1 তোলা ও শিউলি পাতার রস এক তোলা একত্রে মিশিয়ে সকালে খেলে কয়েক দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়।
4. কাশি হলে থানকুনি পাতার রস খেলে কাশি ভাল হয়।
5. মেহ রোগে থানকুনি বেঁটে দুইতোলা পরিমাণ রস প্রতিদিন সকালে মিছিরসহ খেলে বিশেষ সুফল পাওয়া যায়।
The article is describing about the health benefits of thankuni pata, centella asiatica medicinal uses, centella asiatica benefits, centella asiatica uses, centella asiatica side effects, centella asiatica plant, centella asiatica seeds,