Benefits of Aloe Vera gel-juice-plant-tree for hair-skin-face
এ্যলোভেরার ঔষধী গুনাগুণ
The articles is about the aloe vera benefits for skin, aloe vera hair, aloe vera medicinal uses, aloe vera drink, aloe vera benefits, এ্যলোভেরার উপকারিতা |
ঘৃতকুমারী-
Aloe Vera Medicinal Uses:
পরিচিতিঃ ঘৃতকুমারী বীরুৎ জাতীয় উদ্ভিদ। 1 থেকে 2 ফুট উঁচু হয়। পাতা পুরু এবং নিচের দিক আংশিক বৃত্তাকার, উপরের দিক সমান এবং পুরু পাতার দুই ধার করাতের মত কাঁটা।পাতার ভিতরের মাংস আল্লাহ পিচ্ছিল লালার মত উৎকট গন্ধ যুক্ত লম্বা লাঠির মাথায় লেবু ফুল হয়। ফুল ও ফল হয়। ঘৃতকুমারী ডাটা ঝাল এবং পাতার মাংস পিচ্ছিল অংশ ও শুষ্ক ব্যবহার হয়। ঘৃতকুমারীর অন্য এক প্রজাপতির নাম ভিন্ন কন্ঠ যার বোটানিকাল নাম Aloe Barbadensis Mill ঘৃতকুমারী ঘৃতকাঞ্চন অপেক্ষা বেশি সবুজ এবং এর কাটা সংখ্যা বেশি। তবে এদের ঔষধি গুণাগুণ একই।
ব্যবহারযোগ্য অংশঃ পাতার ভিতরের মজ্জা বা রসালো পিচ্ছিল পদার্থ।
Aloe Vera for Hair:
Aloe Vera for Drink:
Aloe Vera for Face:
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
1. পুড়ে গেলেঃ ঘৃতকুমারীর শাঁস প্রলেপ দিলে জ্বালা উপশম হয় এবং বিশেষ উপকার পাওয়া যায়।
2. চর্মরোগঃ একতলা পরিমাণ প্রলেপ দিলে চর্ম রোগ ভাল হয়।
3. মাথা ঠান্ডা রাখলেঃ ঘৃতকুমারী পাতার নির্যাস মাথায় ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়।
4. প্লীহা হলেঃ একতলা পরিমাণ ঘৃতকুমারীর হলুদ রস সহ নিয়মিত সেবন করলে প্রভূত উপকার হয়।
5. প্রসাবের সময় কোঁথ দিলে শুক্রমেহ হলে ঘৃতকুমারীর পাঁচগ্রাম শাঁস এর সাথে একটু চিনি মিশিয়ে শরবত করে সকালে বা বিকেলে 6-7 দিন খেলে এই ক্ষরণ বন্ধ হয়ে যায়।
6. কোন কোন মহিলার শাঁস চটকে তরল করে আমসত্ত্বের মতো রোদে শুকিয়ে2-3 গ্রাম গরম জলে ভিজিয়ে দিনে দুবার করে খেলে মাসিক স্বাভাবিক হয়।
7. সদ্য প্রসূত শিশুর যদি এক মাসের মধ্যে পেট ফাঁপা, স্তনে অনিচ্ছা এর সাথে কান্না থাকে এক্ষেত্রে ঘৃতকুমারীর এক ফোঁটা রস মধুর সাথে মিশিয়ে জিভে লাগিয়ে দিলে মলত্যাগ হবে এবং পেটের বায়ু কমে যাবে।
8. কৃমির উপদ্রব দেখা দিলে ঘৃতকুমারীর শাঁস 5গ্রাম করে দুবেলা খেতে হবে।
9. অর্শ রোগে 5-7গ্রাম শাঁস একটু ঘি মিশিয়ে সকাল-বিকেল দুই-বার খেলে দাস্ত পরিষ্কার হয় এবং অর্শের ও উপকার হয়।
10. কোন ব্রণের ক্ষত কোনভাবেই না সারলে ছাতিমের আঠা শুকিয়ে গুঁড়া করে ক্ষতের উপর ছিটিয়ে দিলে সেরে যাবে।
11. দাঁতের যন্ত্রনায় আক্রান্ত দাঁতে ছাতিমের আঠা দিলে উপকার পাওয়া যায়।
12. মাঝে মাঝে জ্বর হয়, মুখে অরুচি, দাস্ত পরিষ্কার হয় না, আস্তে আস্তে চেহারা ফ্যাকাসে হয়ে যাচ্ছে, এইরূপ ক্ষেত্রে 10-12 গ্রাম ছাতিম ছাল জলে সিদ্ধ করে জল সমান চার ভাগে ভাগ করে সকালে ও বিকেলে খেলে 2-1 দিনের মধ্যে জ্বর সেড়ে যায়।
13. বাকলের নির্যাস উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। রস, আঠা ও মূল টিউমার এমনকি ডায়রিয়া ও আমাশয় রোগেও ব্যবহৃত হয়।
14. ছাতিম গাছের ছাল সিদ্ধ করে যে নির্যাস তৈরি করা হয় ম্যালেরিয়া রোগের জন্য তা খুবই ভাল ঔষধ কুইনাইনের বদলেও ব্যবহার করা যেতে পারে।
15. জমিতে পোকার আক্রমণ হলে ছাতিমের ছোট ছোট ডাল পাতাসহ জমিতে রোপণ করলে পোকার আক্রমণ দূর হয়।
The article is about aloe vera skin, aloe vera hair, aloe vera medicinal uses, aloe vera drink, aloe vera uses for face, aloe vera benefits, এ্যলোভেরার উপকারিতা।