ধুতুরা ফুল বা গাছের উপকারিতা মানুষের জীবনে:
পরিচিতিঃ
ধুতুরা সর্বজন পরিচিত গুল্ম জাতীয় উদ্ভিদ। দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত উঁচু হয়। কোন কোন সময় 4/5 বছর বেঁচে থাকে।বর্ষাকালে ঘন্টার আকারে সাদা ফুল হয়। লাড্ডুর মতো গোলাকার ফলের চারিদিকে ছোট ছোট কাঁটা থাকে।ফল পাকলে ফেটে যায়।কালো ও হল কিছুটা হলুদ রংয়ের ধুতুরাও কোথাও কোথাও দেখা যায়।
ব্যবহারযোগ্য অংশঃ সমস্ত অংশই ব্যবহার হয়।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1.ধুতুরা বীজ সমপরিমাণ গোলমরিচ শহরে অন্য ওষুধ উপাদানসহ খেলে শুক্রমেহ ভালো হয়।
2. ধুতুরা পাতা 5 থেকে 10 রতি মাত্রায় তামাকের ন্যায় ধূমপান করলে শ্বাসকষ্টে উপকার হয়।
3. পাতা পুরনো ঘি সহ ব্যবহারে গেঁটে বাত ও ফোলায় উপকারী।
4. হাঁপানির টানে ধুতুরা পাতার ধোঁয়া নাকে ও মুখে গ্রহণ করতে হয়।
5. ফোলা ও বেদনায় ধুতুরা পাতার রসের প্রলেপ দিলে বা এই রস খেলে বেশ উপকার পাওয়া যায়।
6. শ্বাসকষ্টে ধুতুরা ধূমপানে সুফল পাওয়া যাবে।
7. দাঁত কানের গোড়া ফুললে এবং ঠান্ডা লেগে গলা ফুললে ধুতুরা পাতার রস কিঞ্চিৎ আফিম মিশিয়ে ব্যথার জায়গায় লাগালে বেদনা দূর হয়।
8. ফোঁড়া হলে ধুতুরার পাতার রসের সঙ্গে ঘি মিশিয়ে ফোড়ার চারিদিকে প্রলেপ দিলে ফোঁড়া দ্রুত পাকে এবং ফেটে যায়।
9. স্ত্রীলোকের স্তনে ব্যথা হলে ধুতুরা পাতার রসের সঙ্গে অল্প পরিমাণ চুন ও হলুদ মিশিয়ে স্তনের প্রলেপ দিলে ব্যথা দূর হয়।
10. কৃমি রোগে দু-ফোঁটা ধুতুরা পাতার রস ঘোলসহ মিশিয়ে সেবন করলে কৃমি মারা যায়।