আমাশয় রোগে কামিনী ঔষধি গাছের গুনাগুন
কামিনী গাছের উপকারিতা, কামিনী গাছের ঔষধি গুন, কামিনী গাছের দ্বারা রোগ মুক্তি।
কামিনী
পরিচিতিঃ
কামিনী ছোট আকৃতির ভাবাপন্ন চিরসবুজ বৃক্ষ। 8-10 ফুট পর্যন্ত উঁচু হয়। গাছটি ছেটে রাখলে অতি সুন্দর লাগে।পাতা ছোট,লম্বা ও প্রায় ডিম্বাকৃতির, গাঢ় সবুজ। ফুল চমৎকার সুগন্ধযুক্ত,বহিবার্সপাঁচটি, পাপড়ি মাথার দিকে বিস্তৃত।ফল গোলাকার ও রক্তিম। কামিনীর মালয়েশিয়া ও চীন।সাদা বর্ণের ফুল গ্রীষ্ম ও বর্ষায় ফুটতে দেখা যায়।
ব্যবহারযোগ্য অংশঃ
পাতা,মূল,ছাল।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ
1. আমাশয় রোগে-কামিনী গাছের মূল ছাল 4-5 গ্রাম অথবা ডাল সাত গ্রাম দু-কাপ জলে সিদ্ধ করে আধকাপ থাকলে নামিয়ে ছেঁকে থেকে সেই জল 3-4 বার খেতে হবে।দুই এক দিনের মধ্যে আমাশয় কমে যাবে।
2. কাটা -ছেঁড়ায় -কামিনী পাতার গুঁড়ো টিপে দিয়ে বেঁধে রাখতে হয় এতে ব্যথা হয়না। আবার রক্ত পড়া বন্ধ হয়।
3. সর্দিতে-কামিনী পাতার মিহি গুঁড়ো নস্যি নিলে হাঁচি হয়ে সর্দি বেরিয়ে যাবে।
4. পরিশ্রম জনিত ব্যথায়-কামিনী গাছের পাতা বাঁটা দিয়ে মিনারেল তেল জ্বাল করে সেই তেল ব্যথায় জায়গায় মালিশ করলে ব্যথা সেরে যাবে।