What are the top benefits of Aamla | আমলকির উপকারিতা, ব্যাবহার
What are the top benefits of Aamla. amla benefits for hair, amla benefits and side effects, amla benefits for skin, benefits of eating amla in empty stomach, amla juice benefits, how to eat amla fruit, amla powder benefits weight loss, how many amla to eat in a day. শুকনো আমলকি, আমলকির তেল তৈরির নিয়ম, আমলকি চুলে ব্যবহার, কাঁচা আমলকির উপকারিতা, আমলকির তেল বানানোর নিয়ম, আমলকীর তেল বানানোর নিয়ম, আমলকি খাওয়ার নিয়ম, আমলকির রস, আমলকির উপকারিতা, ব্যাবহার|
আমলকি আমাদের অত্যান্ত সুপরিচিত ত্রিফলার অন্যতম হল। আমলকি মাঝারি ধরনের বৃক্ষ।কুড়ি থেকে 25 ফুট লম্বা এবং কাঠ শক্ত ও লাল বর্ণের হয়।ছাল পুরু, নরম,মসৃণ ও ফিকে ধূসর বর্ণের হয়।শাখা-প্রশাখা সল্প এবং গাঁটযুক্ত। পত্র দন্ড লম্বা এবং পাতাগুলো লোম যুক্ত ও ছোট আকৃতির এবং শীতকালে ঝরে পড়ে। ফুল ছোট পীতাভ সবুজ বর্ণের। ফল গোলাকার, গায়ে খাঁজকাটা মাংসল, রসাল ও আঁশযুক্ত। ফলের মধ্যে তিনটি বীজ কোষে ছটি বীজ থাকে।এপ্রিল-মে মাসে ফুল এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে ফল হয়।ভারত, বাংলাদেশ বা ভিয়েতনাম আমলকীর আদি বাসস্থান।
ব্যবহারযোগ্য অংশঃ ফল(ঔষধ হিসেবে),কাঠ, ছাল ও পাতা।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়ঃ
1. পাকা আমলকির বীজ গুঁড়া, অল্প মিছরিসহ বারবার চেটে খেলে শ্বেতপ্রদর রোগে বিশেষ উপকার পাওয়া যায়।
2. আমলকির কাঁচা ফল প্রতিদিন একটি করে খেলে মেহ রোগে বিশেষ উপকার পাওয়া যায়।
3. লজ্জার স্থানে ব্যথা আমলকির রস 30 গ্রাম,হিঞ্চে বা গাঁদা পাতার রস কুড়িগ্রাম মিছরি কুড়িগ্রাম একত্রে মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়।
4. চোখ উঠলে কাঁচা আমলকির রস ছেঁকে মাঝে মাঝে দুই ফোঁটা করে চোখে দিলে জ্বালা যন্ত্রণা কমে যায়।
5. চুল উঠে গেলে, চুলের গোড়া শক্ত করতে, অকালে চুল পাকলে আমলকি পিষে তার রস মাথায় মেখে 3 ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে এইভাবে এক মাস মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া শক্ত হয় এবং অকালে চুল পাকে না।
6.প্রস্রাব/ মুত্র বন্ধ হলে পিতলের জলের কলসি যেখানে বসানো সেই স্থানে কিছু মাটি নিয়ে আমলকি সহ ভালোভাবে পিসে নাভির চারিদিকে ভালোভাবে প্রলেপ দিলে প্রস্তাব হয়ে থাকে। মনে রাখতে হবে শুধুমাত্র মূত্রাশয় গোলযোগের ফলে যদি মূত্র স্বল্পতা দেখা দেয় তবে আমলকি প্রয়োগে বিশেষ সুফল পাওয়া যায়। কিন্তু মূত্রনালীর সমস্যার কারণে যদি প্রস্রাব না হয় তাহলে এভাবে দেওয়া যাবে না।
7.প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হলে বা মূত্রপথে ক্ষত সৃষ্টি হলে 50 গ্রাম আমলকির রস, 125 গ্রাম গরুর খাঁটি কাঁচা দুধ ও কিছু মিছরি শরবত তৈরি করে প্রতিদিন সকালবেলা এই শরবত এক সপ্তাহ পান করলে বিশেষ উপকার পাওয়া যায়।
8. মাথা ধরায় আমলকি, গোলাপজল, শ্বেতচন্দন ভালোভাবে পিষে মাথায় প্রলেপ দিলে মাথা ব্যথা ভালো হয়।