What are the benefits of Rose in Bengali | গোলাপের উপকারিতা
The article is about rose download, rose information,rose pictures, rose flower photos, rose images, roses wallpaper, rose lower classifications, red rose, গোলাপের পাপড়ির উপকারিতা, রুপচর্চায় গোলাপের ব্যবহার, গোলাপ ফুল,
পরিচিতিঃ
গোলাপের পরিচিতি মূলতঃ ফুলের সুগন্ধের কারণে। গোলাপ গাছ শাখা-প্রশাখা বিশিষ্ট বহুবর্ষজীবী জাতীয় উদ্ভিদ।পাতা অনেকটা গোলাকার, কিনারার করাতের মত কাঁটা।
কচি কণ্ঠের অগ্রভাগে ঘন পাপড়ি বিশিষ্ট ফুল হয়। বিভিন্নস্থানে জলবায়ু ও মাটির গুণাগুণের কারণে ফুলের গন্ধ ও আকারের তারতম্য হয়।গোলাপ বিভিন্ন বর্ণের হয়। বীজ এবং কলম গাছ হয়। তবে কলমের গাছে ফুল ভালো হয়।
ব্যবহারযোগ্য অংশঃ
ফুলের পাপড়ি।
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
1.ফুলের বৃন্ত হূদযন্ত্রের সমস্যায় টনিক হিসেবে কাজ করে।
2. গোলা পাপ থেকে পোস্ট প্রস্তুতকৃত গুলকন্দ ল্যাক্সেটিভ হিসাবে এবং টনসিল উপশমে ব্যবহার হয়।
3. গোলাপজল বিভিন্ন ঔষধের ব্যবহার হয়।
4. গোলাপের পাপড়ি হতে নির্যাশিত ও নিকাশিত তেল সুগন্ধি ও ঔষধ তৈরিতে ব্যবহার হয়।