What are the benefits of Calendula in bengali | ক্যালেন্ডুলার উপকারিতা
The article is about calendula herb, calendula for skin, calendula leaves, calendula tea, calendula benefits, calendula plant, calendula medicinal uses, calendula officinalis, ক্যালেন্ডুলার উপকারিতা ,
.
পরিচিতিঃ
.
পরিচিতিঃ
ক্যালেন্ডুলা ইউরোপের দক্ষিণাঞ্চলের অধিবাসী। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এটি জনপ্রিয় মৌসুমি ফুল। বাংলাদেশের শীত মৌসুমের ফুলের মধ্যে এর স্থান প্রথম সারিতে। গাছ 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। পাতা লম্বা, মসৃণ ও লোমশ, গোড়ার দিকে কাণ্ডকে জড়িয়ে থাকে। ফুলের রং কমলা,লাল হালকা খয়েরী হলুদ বর্ণের হয়ে থাকে। ফুলের আকারে বড় লম্বা কান্ড জাতীয় কাঠির মাথায় ফুল ফোটে। ক্যালেন্ডাুর নামকরণ করা হয়েছে ল্যাটিন শব্দ Calenduae অর্থাৎ প্রথম দিন থেকেবা অনেকদিন ধরে ফুল গাছে থাকার প্রেক্ষিতে।হোমিওপ্যাথী চিকিৎসায় কেটে গেলে রক্ত বন্ধ হওয়ায় ও ঘা শুকিয়ে যাওয়ার কাজে এর নির্যাস ব্যবহৃত হয়।
ব্যবহারযোগ্য অংশ
ফুলের পাপড়ি,বীজ সমস্ত উদ্ভিদ।
কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়
1. ফুলের পাপড়ির নির্যাস ও ছোট বাচ্চাদের শরীর তেল হিসাবে ব্যবহারে প্রথা প্রাচীন ও বর্তমান বৈজ্ঞানিক যুগে বহু প্রচলিত।
2. ফুলের রস যৌনশক্তি বৃদ্ধির কারক ও উত্তেজক।
শুকনো ফুলের পাউডার হজমিতে ব্যবহার হয়।
3. শুকনো ফুলের পাপড়ি পরিমাণ মতো মধুসহ খেলে কামলা (জন্ডিস) ভালো হয়।