How to reduce Wrinkles-কপালের ভাঁজ দূর করার উপায় কপালে ভাঁজ পড়া প্রাকৃতিক উপায়, ছেলেদের কপালে ভাঁজ পড়া দূর করার উপায়, কপালে ভাঁজ দূর করার ঘরোয়া উপায়, বলিরেখা - এর প্রধান কারণ দুশ্চিন্তা। এছাড়া শরীরে জলীয় পদার্থের অভাব থেকে মুখে বলিরেখা পড়তে পারে। এর থেকে মুক্তি পেতে - 1. কমলা লেবুর রস সারা মুখে মাখলে বলিরেখা দূর করা যায়। 2. এক কাপ ফুটানো দুধে আধ খানা লেবুর রস ও এক চামচ গ্লিসারিন মিশিয়ে এক ঘণ্টা রেখে রাতে শোয়ার আগে মুখে ও হাতে,পায়ে মেখে নিলে বিশেষ উপকার পাওয়া যায়। 3. তরমুজের রস মুখে মাখলে বলিরেখাতে বিশেষ উপকার আসে।