চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায়, প্রাকৃতিকভাবে চোখের নিচে কালো দাগ দূর করার উপায়, ছেলেদের চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়,
চোখের কোলে কালি -
অত্যধিক মানসিক পরিশ্রম ও অনিয়মের মধ্যে যারা দিন কাটায় অত্যন্ত কম ঘুম হয় কিংবা রক্তাল্পতা যাদের বেশি তারাই এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
1. কুলেখাড়া সেদ্ধ রস প্রতিদিন এক কাপ করে খেলে উপকার হয়। 2. দইয়ের সাথে মুলতানি মাটি ও কয়েক ফোঁটা লেবুর রস একসাথে মিশিয়ে মুখে লাগালে উপকার হয়। 3. চন্দন বাটা ও তুলসি বাটা গোলাপ জল দিয়ে লাগালে উপকার হয়। 4. আলু বা শসা কুরে চোখের চারিপাশে লাগালে চোখের কালি দূর হয়। 5. চোখের চারিদিকে কালি পড়লে আধ চামচ করে সাদা চন্দন, দেবদারু, অর্জুনের ছাল, গরম জলে ফুটিয়ে উষ্ণ অবস্থায় তুলে দিয়ে তিন-চার বার লাগালে ফল পাবেন। 6. 5 গ্রাম কাঁচা হলুদ ও 10 গ্রাম দূর্বা ঘাস বেটে এক কাপ দুধ দিয়ে একবার খাও।