Best facial steps at home | কিভাবে ফেসিয়াল করবেন?
You are being informed about the facial steps, facial steps in Bengali, professional facial steps, facial steps at home, skin care, beauty tips, homemade beauty tips, beauty tips for face, beauty tips for women, beauty tips for men, beauty tips Bengali etc.
ফেসপ্যাক লাগাবার পদ্ধতি
1 তুলোয় করে মিশ্রণটি থুপে থুপে লাগাতে পারেন।অবশ্যই চোখের তলা ,চোখ ,
নাকের ফুটো ,ঠোট বা ভুরুতে লাগাবেন না।
2 একটা শেভিং ব্রাশের এর মত নরম ব্রাশ দিয়ে ও লাগাতে পারবেন।
3 ফেসপ্যাক লাগাবার সময় কোন কথা বলবেন না।
4 প্রথমে কুসুম কুসুম গরম জল, তারপর ভালো করে ঠাণ্ডা জলের ঝাপটা দিয়ে মুখ, ঘাড় ,গলা পুরো পরিস্কার করে ফেলবেন। একটুও প্যাক যেন লেগে না থাকে।
ফেসিয়াল
ফেসিয়ালের অর্থ মুখের মালিশ।ফেসিয়াল করলে মুখের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং অনাকর্ষণীয় মুখ বা ত্বক সুন্দর ও আকর্ষণীয় লাগে।
ফেসিয়ালে মুখে বয়সোচিত তাড়াতাড়ি পড়ে না। বিশেষ করে 40-42 বছর বয়সের পর মেয়েদের ফেসিয়াল করার সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এরপর থেকেই মুখের ত্বক শিথিল হয় ভাঁজ পড়তে শুরু করে বা ঝুলে পড়তে শুরু করে। খারাপ ত্বক ও নিয়মিত 3-4 বছর ফেসিয়াল করলে সুন্দর হয়ে যায়।
কিভাবে ফেসিয়াল করবেন
প্রয়োজনীয় সামগ্রী; নিকন টনিক,ক্লিনজিং, মিল্ক বা লোশন, ক্রিম, তুলো, ব্ল্যাক হেড রিমুার, ডেটল, গোলাপজল, বিউটি প্যাক, হেয়ার ব্যাণ্ড।
পদ্ধতি
নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। হেয়ার ব্যাণ্ড দিয়ে চুল বেঁধে নিন| যাতে ফেসিয়াল করার সময় মুখের উপর না এসে পড়ে। এবারে ক্লিনজিং মিল্ক লাগিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। ক্রিম লাগিয়ে আঙুল দিয়ে গোল গোল করে মালিশ করুন। ত্বক তেলতেলে হলে পণ্ডস্ লেমন ক্রিম আর শুকনো হলে চামিস কোল্ড ক্রিম ব্যবহার করবেন থাকলে সাবধানে ব্রণের জায়গা গুলো বাদ দিয়ে মালিশ করবেন। ব্রণ ফেটে গেলে মুখে দাগ হতে পারে। প্রথমে ঘাড় থেকে আরম্ভ করবেন। তারপর থুতনি, ঠোট, নাক, চোখ, কপাল মালিশ করবেন। মালিশ করবেন ধীরে ধীরে ত্বকে বেশি চাপ না দিয়ে। পুরো কাজটি করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট বা কুড়ি মিনিট ।
The above description are about the facial steps, facial steps in Bengali, professional facial steps, facial steps at home, skin care, beauty tips, homemade beauty tips, beauty tips for face, beauty tips for women, beauty tips for men, beauty tips Bengali etc.